তমলুক এর গণপতি নগরে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের সভা কক্ষে পালিত হল নজরুলের প্রাণ দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি নন্দকুমারের বিধায়ক সুকুমার দে অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় তমলুক পৌর প্রধান ডঃ দীপেন্দ্র অন্যান্য অতিথিবর্গরা মঞ্চে উপস্থিত সকল অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় শিশু কিশোর একাডেমীর ছবিতে নজরুল জীবনের মাধ্যমে |