হুগলির শ্রীরামপুরে 5 ও 6 এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতি পূজা কমিটির উদ্যোগে দুর্গা পুজোর সন্ধি পূজা শেষে দেবী দুর্গার সামনে কেঁদে ভাসালেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মায়ের কাছে কেঁদে প্রার্থনা সংসদের। সংসদ কল্যাণ ব্যানার্জি বলেন "যে সমস্ত অসুররা, রাজনীতির বাতাবরণ টাকে নষ্ট করছে, মা যেন তাদের দমন করে। আগামী ২০২৬ এ নির্বাচন, সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করে মমতা দি প্রতিটা অসুরকে পশ্চিমবাংলায় যেন মারতে পারে।"