জাল নথি বানিয়ে নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকা থেকে গ্রেপ্তার ইন্দোনেশীয় এক মহিলাকে। বৃহস্পতিবার SSB এর ৪১তম ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম (BIT) তাকে আটক করে। প্রথমে তিনি নিজেকে “নিনিওমান মুর্নি” নামে ভারতীয় নাগরিক বলে দাবি করেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় আসল তথ্য উঠে আসে।