বীরভূমের রাজনগর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র অর্পণ লোহার শিক্ষক দিবসে শিক্ষাগুরুদের জন্য দিল এক অনন্য উপহার। বাজার থেকে সাধারণ উপহার না নিয়ে, অর্পণ প্রায় দেড় মাস সময় নিয়ে মাটির সরার ওপর বিদ্যালয়ের প্রায় সব শিক্ষক-শিক্ষিকাদের প্রতিকৃতি এঁকে তাদের হাতে তুলে দেয়। তার শিল্পী বাবা মৃত্যুঞ্জয় লোহার কাছ থেকে শিখে ছোটবেলা থেকেই আঁকায় দক্ষ অর্পণ এই বিশেষ উপহার তৈরি করে শিক্ষকদের প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে।