মেয়ের ইচ্ছায় নবমীতে বৃদ্ধাশ্রমের আবাসিকদের উপহার দেওয়া ও তাঁদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা সমাজসেবীর।জানা গেছে,আরামবাগ পৌরসভার 18নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী প্রদীপ সিংহ রায় এদিন নিজের মেয়ে ও আরামবাগ সাংসদ সহ অন্যান্যদের নিয়ে আরামবাগের আসা বৃদ্ধাশ্রমে উপস্থিত হন।আবাসিকদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি মধ্যাহ্নভোজ সারেন।প্রত্যেক বছর উদ্যোগ নেওয়া হলেও মেয়ের ইচ্ছাতেই এদিন এই ব্যবস্থা করা হয়েছে জানান প্রদীপ বাবু।আবেগে ভাসলেন সাংসদ।