সাব্রুম মহকুমার একেবারে গ্রামীন পুজা দূর্গা নগর নিউ উদয় সংঘ শারদোৎসব আয়োজন করা হয়।১ লা অক্টোবর বিকাল ৪ ঘটিকায় পুজা কমিটির সম্পাদক পুজার কর্মসূচী সম্পর্কে বলেন।জানা যায় গত ১৬ বৎসর ধরে পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের দূর্গানগরে নিউ উদয় সংঘ দূর্গা পুজা করে আসছে।এই বৎসরও গ্রামের পুরুষ মহিলা সবাই মিলে পুজার আয়োজন করেন।