মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় কল্যাণপুর ব্লকের অধীন বাতেখা এলাকার বাসিন্দা মৃণাল কান্তি ভৌমিকের নয় বছরের নাবালিকা কন্যা মাহিকা ভৌমিকের সুগার রোগের আক্রান্ত খবর শুনে উনার বাড়িতে যায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং উনার নাবলিকা মেয়ে রোগের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিধায়কের এই উদ্যোগে খুশি মৃনাল কান্তি ভৌমিকের পরিবারসহ অন্যান্যরা।