কাটোয়া হাসপাতালে জন্ম শংসাপত্রের আবেদন লিখে দেওয়ার নামে টাকা তুলছিল দুই যুবক।খবর পেয়ে দুই অভিযুক্তদের আটক করে কাটোয়া থানার পুলিশ।ধৃতরা নদিয়ার কালীগঞ্জ থানার ছুটিপুর গ্রামের দুই যুবক সুরজ সেখ ও জাভেদ সেখ। হাসপাতালের সহকারী সুপার সৌমাশিস রাউত জানান, নিখরচা সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নামে অনৈতিকভাবে টাকা নেওয়া বন্ধ করতে দু’জনকে হাতে-নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।