সাব্রুম থানার অন্তর্গত হার্বাতলী এডিসি ভিলেজ এলাকায় একটি ১৩ বৎসরের অন্ধ মেয়ে শ্লীলতাহানির শিকার,সাব্রুম থানায় মামলা।৩১ শে আগষ্ট বিকাল সাড়ে ৫ ঘটিকায় সাব্রুম থানায় এসে মামলা করেন মেয়ে মা।সাব্রুম থানার পুলিশ জলকুমার ত্রিপুরাকে গ্রেপ্তার করেছেন।ঘটনার বিবরনে জানা যায় আজ সকাল ৯ ঘটিকায় বাড়ীর মানুষের অনুপস্থিতিতে একই গ্রামের জলকুমার ত্রিপুরা নামে এক ব্যাক্তি অন্ধ ১৩ বৎসরের মেয়েটিকে ঝাপটে ধরে।মেয়েটিকে ধর্ষনের চেষ্টা করে।