খারুভাঁজ এলাকায় নাকাচেকিং চলাকালীন বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। শনিবার রাত ৯ টা নাগাদ সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি বাইক সহ তাপস রায় নামে রাখাল মারির এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাখালমারি থেকে বাইকে করে বামন হাট এর উদ্দেশ্যে গাজা নিয়ে যাওয়ার পথে তাকে প্রথমে আটক করে। তারপর ম্যাজি