অবশেষে রাত সাড়ে বারোটার পর ঘেরাও মুক্ত হলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়। রবিবার সকাল আটটা নাগাদ মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রতিশ্রুতি পাওয়ার পর আপাতত আন্দোলন থেকে সরে এসেছেন চিকিৎসকরা। উল্লেখ্য গত বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে দুই চিকিৎসকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাই ২ ইন্ডিয়ান চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যারা শাসক দল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছিল।