Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 6, 2025
মথুরাপুর দু নম্বর ব্লকের শংকর পুরকাইতের চক গ্রাম বাসীদের উদ্যোগে আজ অর্থাৎ শনিবার বিকাল চারটে কুড়ি মিনিট নাগাদ মনসা পূজা উপলক্ষে ভেলা ভাসানোর আয়োজন করা হয় কাশিনগর বড়পোল এলাকায় এই ভেলা ভাসনো দেখতে ভীড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা আর আমরা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।