রান্না করার সময় গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মঙ্গলকোটের জালপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আতঙ্কে নিমেষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় মঙ্গলকোট থানার পুলিশ। তারপর ভাতার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়।