এড়গোদা অঞ্চল কমিটি গঠন। শনিবার বিনপুর 2 ব্লকের এড়গোদা অঞ্চলের এড়গোদা প্রাইমারি স্কুলে আদিবাসী ছাত্র সংগঠন ভারত জাকাত সান্তাড় পাঠুয়ৌ গাঁওতার যুব উইংস জুয়ান মাডওয়া এড়গোদা অঞল কমিটি গঠন হয়। আদিবাসী ছাত্র সংগঠনকে শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে এই কমিটি গঠন বলে জানা গেছে।