২০১৯ সালের ১৪ ই আগস্ট রাতে বাগমা বাজারে আর এস এস কর্মী বিল্টু সিনহা ঘোরতর আহত হয়েছিলো। প্রথমে গোমতী জেলা হাসপাতাল তারপর জিবি হাসপাতালে রেফার করা হয়।জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। জৈনক আর এস এস কর্মী নিত্যানন্দ দেবনাথ তৎকালীন বিজেপির জেলা কমিটির সম্পাদক, গোমতী জেলা পরিষদের নির্বাচিত সদস্য (বর্তমান জেলা কংগ্রেস সভাপতি)টিটন পাল সহ ১৮জনের বিরুদ্ধে খুনের মামলা করে।