সন্দেশখালির ছায়া এবার পূর্ব বর্ধমানের জামালপুরে ! শাহজাহানের মতো সন্ত্রাস,অত্যাচার,জুলুমবাজি চালানোর অভিযোগে শেখ ফিরোজ নামে এক তৃণমূল নেতার বিরূদ্ধে গর্জে উঠেছেন জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দারা ।তাঁদের অভিযোগ,’নিজেকে রাজ্যের প্রভাবশালী নেতা,বিধায়ক, সাংসদ ও মন্ত্রীদের ঘনিষ্ট বলে দাবি করা শেখ ফিরোজের সন্ত্রাস ’তালিবানি’ সন্ত্রাসকেও হার মানিয়ে দিয়েছে’। তৃণমূল কংংগ্রেস নেতা শেখ ফিরোজের বাড়ি বেড়ুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি গ্রামে।এলাকার বাসিন্দাদের কথা