ঘটনাটি শুক্রবার ভোরে তুফানগঞ্জ দুই ব্লকের বড়শালবাড়ি তল্লীগুড়ি এলাকার ঘটনা। জখম দম্পতির নাম রাসমোহন সাহা ও তার স্ত্রী গীতা সাহা। জানা গিয়েছে তল্লীগুড়ি বাজার এলাকায় রাসমোহন সাহা লোহার রডের বদলে বাঁশ দিয়ে একটি ছাদ পিটিয়েছেন। সেখানেই থাকেন তারা। দুদিনের অঝরে বৃষ্টিতে শুক্রবার ভোরে ভেঙ্গে পড়ে সেই ছাদ আর সেই ছাদের নিচে চাপা পড়েন দম্পতি।