শনিবার রাতে বৃষ্টিতে ফের বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ক্ষতিগ্রস্ত হল গ্যারগান্ডা নদীর অ্যাপ্রোচ রোড। ৩১ মে থেকে এবার নিয়ে ৩ বার ক্ষতিগ্রস্ত হল অ্যাপ্রোচ রোডটি। ৩১ মে হড়পায় অ্যাপ্রোচ রোড ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বসে গিয়েছিল সেতুটি। এরপর থেকে ওই সেতুতে সিঙ্গল লাইনে যানবাহন পারাপার করানো হচ্ছে। ফলে সেতুর মুখে যানজটে দিনভর ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। এশিয়ান হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ২ কোটি টাকায় সেতু মেরামতের কাজ শুরু করেছিল