আসন্ন শারদীয়া উৎসবকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে কেন্দা থানা এলাকার পুজো কমিটি গুলিকে নিয়ে কেন্দা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো শান্তিরক্ষা কমিটির বৈঠক।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কেন্দা কমিউনিটি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।কেন্দা থানা সূত্রে জানা যায় কেন্দা এলাকার মোট ৩১ টি পুজো কমিটি এই বৈঠকে অংশ নেয়।বৈঠকে পুজোর বিভিন্ন নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।উপস্থিত ছিলেন মানবাজার ও কেন্দা থানার পুলিশ আধিকারিকেরা সহ বিশিষ্টরা।