আসানসোলে চারুকলা প্রশিক্ষণ শিবিরের আয়োজন, উপস্থিত মন্ত্রী, জেলা শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিম বঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ, রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাহযোগিটায় চারুকলা প্রশিক্ষণ শিবিরের করা হলো আজ দুপুর তিন টা থেকে আসানসোলের ভগৎ সিং মোড় স্থিত যুব আবাসে যেখানে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা শাসক s পোন্নাম বলাম সহ অনেকে