হাওড়া নিশ্চিন্দা থানার অন্তর্গত বামনডাঙ্গা দুটি গাড়ির সংঘর্ষে আহত দুই কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটে এদিন আনুমানিক দুপুর ২:৩০ নাগাদ যদিও আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।। জানা গেছে বুলেরো ও ট্যাংকার গাড়ি সংঘর্ষে আওতো হয় দুই।