পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা এলাকায় বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক শ্রমিক। বর্তমানে চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। বিল্ডিং এর কাজে নিযুক্ত শ্রমিক রড নিয়ে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ এর হাইভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসাতে ঘটে এই বিপওি। বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে শ্রমিক ছাদের মধ্যেই লুটিয়ে পড়ে। জানা গেছে আহত শ্রমিকের নাম শ্যামল,বাড়ি পাশ্ববর্তী আসাম রাজ্যে।