সমাপ্তি জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি মেলা জলপাইগুড়ি, ২৪ আগস্ট: ঐতিহ্যবাহী মনসা পূজা উপলক্ষে আয়োজিত রাজবাড়ি মেলার সমাপ্তি ঘটল রবিবার রাতে। শেষদিনে ময়দানজুড়ে উপচে পড়া মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল জানান, এ বছর মেলা আট দিন ধরে চলেছে। মেলার সাফল্যের জন্য তিনি কৃতজ্ঞতা জানান জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল, আশেপাশের সব ক্লাব এবং সর্বোপরি জলপাইগুড়ির প্রতিটি মানুষকে। তিনি আরও বলেন, এবারের মেলায় প্রতিটি দোকানদা