নেশা মুক্ত ভারত, নেশা মুক্ত যুব সমাজ গড়তে বিজেপির ম্যারাথন দৌড় ঝালদা এলাকায় রবিবার সকাল আটটা পর্যন্ত এক নম্বর ব্লকের কুটিডি থেকে ঝালদা বীরসা মোড় পর্যন্ত ম্যারাথন দৌড় আয়োজিত হলো বিজেপির পক্ষ থেকে। বিজেপির মূল স্লোগান ছিল নেশা মুক্ত ভারত নেশা মুক্ত যুব সমাজ গড়তে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। ব্যাপক সংখ্যক যুবক যুবতী সকলেই এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। নমো যুবা রান লেখা সকলকে টি শার্ট দেওয়া হয়েছিল। সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় সহ বিভিন্ন ধ