হবিবপুর চক্র সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় এবং হবিবপুর চক্রের ব্যবস্থাপনায় শিক্ষক দিবস পালিত হল শনিবার। এই উপলক্ষে এদিন হবিবপুর ব্লকের জিতু মঞ্চে এক জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন প্রথমে ডক্টর রাধাকৃষ্ণানের ছবিতে মাল্যদান ও পুষ্পর্গ ও প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন হবিবপুর বিডিও মনোজ কাঞ্জিলাল ও হবিবপুর থানার আইসি শোভন কর্মকার ও হবিবপুর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণতো সাহা সহ অন্যান্যরা