মিজোরামের সাইরাং থেকে আগামী ১৩ সেপ্টেম্বর দূরপাল্লার ট্রেন যাত্রার শুভারম্ভ হবে। দীর্ঘদিনের বহু প্রতিক্ষীত দাবী ছিলো দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের। কিন্তু হাইলাকান্দি জেলার হাইলাকান্দি, ভৈরবীতে ট্রেনের ষ্টপেজ ছাড়া জামিরা,কাটলিছড়া এবং লালাতে ষ্টপেজ নেই বলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন রাইজর দলের কেন্দ্রীয় কার্য্যকর্তা জহির উদ্দিন লস্কর। তাই বৃহত্তর এলাকাবাসীর স্বার্থে ট্রেনের ষ্টপেজের দাবীতে সরব হলেন বলে জানা গেছে সোমবার বিকেল সাতটা নাগাদ।