শুরু হবে আরামবাগ তিরোল রাজ্য সড়ক সম্প্রসারণ এর কাজ পূর্ত দপ্তরের পক্ষ থেকে শুরু হল মাপজোক।জানা যায়, আরামবাগ মেডিক্যাল কলেজে পরিষেবা শুরু হওয়ার পর থেকেই ধীরে ধীরে চাপ বেড়েছে আরামবাগ থেকে তিরোল যোগাযোগ রাজ্য সড়কের উপর।সূত্রের খবর,চাপ কমাতে রাস্তাটি আরও চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর।সে কারণেই এদিন দুপুর থেকে জোর কদমে শুরু হয়েছে মাপজোকের কাজ।রাস্তা সম্প্রসারণ হলে অনেক মানুষ উপকৃত বলে মনে করছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।