সিপিআইএমের ঘৃণ্যচক্রান্তের প্রতিবাদে সরব হল ৫ খয়ের পুর বিধানসভা,। শুক্রবার বিকেলে খয়ের পুর বিধানসভার অন্তর্গত চৌদ্দ দেবতার মন্দির প্রাঙ্গণ থেকে খয়েরপুর মন্ডল এর উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। এই দিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পাঁচ খয়ারপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক সহ অন্যান্যরা।