টোটো চুরির অভিযোগে ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজত শেষে শনিবার আনুমানিক দুপুর ১টা নাগাদ তাকে বর্ধমান আদালতে পাঠালো গুসকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রবিউল দফাদার ওরফে সুমন। তার বাড়ি কেতুগ্রামের কাটারি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ আউশগ্রামের গোবিন্দপুর মোড় থেকে একটি টোটো চুরি যায়। ঘটনার মাস পাঁচেক পর জুলাই মাসের ২১ তারিখ এনিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় মঙ্গলকোটের জয়পুরের বাসিন্দা টোটো চালক বিজয় দাস।