মোবাইল মুখি যুব সমাজকে মাঠ মুখি করতে, নয়া উদ্যোগ গ্রহণ করল সাগরদিঘির গৌরীপুর সমাজ কল্যাণ সমিতি।নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আজ। এই খেলায় অংশগ্রহণ করে সাগরদিঘী ব্লকের প্রায় আটটি দল, বিকেল থেকে শুরু হয় খেলা চলে রাত্রি পর্যন্ত। বর্তমানে যুব সমাজের কাছ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মাঠ আর খেলাধুলা , পুনরায় বাঙালির এই ফুটবলকে ফিরিয়ে আনার অভিনব প্রচেষ্টা গৌরীপুর সমাজ কল্যাণ সমিতির।