বুধবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো আড়শা কলেজের ১৭তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া ভারত সেবা সংঘের স্বামী নিত্যশ্রদ্ধানন্দ মহারাজ, প্রাক্তন অধ্যক্ষ জেকে কলেজের চিনিবাস মিশ্র। আড়শা কলেজের সভাপতি সুষেণ মাঝি এবং অধ্যক্ষ বিদ্যাপতি কুমার। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠা দিবস।