বুধবার রাত ৭ ঘটিকায় বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া তেঃমুড়াPWDডাকবাংলাতে তেঃমুড়া BJP যুব মোর্চা কর্মীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করে। আগামী দিনে যুব মোর্চা কর্মীদের কি কি কাজ করতে হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা করে বিধায়িকা। বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি তেঃমুড়া মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।