উত্তরে বৃষ্টি, তিস্তায় লাল সতর্কতা। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। টানা জল বৃদ্ধিতে ফুঁসছে তিস্তা, জলঢাকা সহ একাধিক নদী। সেচ দপ্তর সূত্রে জানা গেছে, সকাল ৮টায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১৪০৯ কিউমেক জল ছাড়া হয়েছে। এর জেরে মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া NH-31 সংলগ্ন জলঢাকা নদীর উপর সংরক্ষিত ও অসংরক্ষিত এলাক