বিজেপির বিরুদ্ধে রাঙ্গাপানী উড়ালপুল নির্মাণ ও পরিযায়ী শ্রমিক নিগ্রহের অভিযোগ তুলে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। রাঙ্গাপানী উড়ালপুল নির্মাণের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি তথা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করছে বিজেপি এমনটাই দাবি করে অবস্থান বিক্ষোভের শামিল হল তৃণমূল কংগ্রেসের কর্মীরা।