Download Now Banner

This browser does not support the video element.

হাইলাকান্দি: লালাবাজারে এবং জামিরায় দূরপাল্লার ট্রেনের ষ্টপেজের লক্ষ্যে নিজের তৎপরতা তুলে ধরেন বিধায়ক

Hailakandi, Hailakandi | Sep 18, 2025
সাইরেন গুয়াহাটি এবং সাইরেন কলকাতা এক্সপ্রেস ট্রেনের ষ্টপেজ মঞ্জুর হলো  লালাবাজারে এবং জামিরায়। এ নিয়ে আজ বৃহস্পতিবার হাইলাকান্দিতে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। এ ব্যাপারে বিভাগীয় কতৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। আর রেল যাত্রীরা যাহাতে নিজ নিজ এলাকার ষ্টেশনে যেন টিকেট সংগ্রহ করেন। এ নিয়ে দূরপাল্লার যাত্রীদেরকে অধিক সচেতন হতে আহবান জানান তিনি বিকেল প্রায় পাঁচটা নাগাদ।
Read More News
T & CPrivacy PolicyContact Us