মেহবুব আলমের মুক্তি সহ অন্যান্য বিষয় নিয়ে সার্কেল অফিসারের কাছে একটি স্মারকপত্র তুলে দেন বদরপুর নবীনচন্দ্র কলেজের একাংশ ছাত্ররা। সোমবার কলেজ ছাত্র মেহবুব আলমের নিঃশর্তে মুক্তির দাবি সহ অন্যান্য বিষয় নিয়ে নবীনচন্দ্র কলেজের গেটের ভেতরে ধর্নায় বসেন কলেজের একাংশ ছাত্ররা। তারপর বেশ কিছু সময় ধর্না দেওয়ার পর DSP মুকুট কাকতীর উপস্থিতিতে সার্কেল অফিসারের হাতে একটি স্মারকপত্র তুলে দেন কলেজের একাংশ ছাত্ররা।