বুধবার হুগলির অঙ্গাস অঞ্চলে The Abadi Society High Madrasah (H.S.)-এ Cold Drinking Water Tank এর উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রা। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকগণ ও পড়ুয়ারা এবং অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিরা।