টানা বৃষ্টির জেরে জলের তোড়ে ভেসে গেল যাত্রী বোঝাই পিকআপ ভ্যান , ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে বান্দোয়ান গালুডি রাজ্য সড়কের গাঙ্গরজুড়ি এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর রাতে বান্দোয়ান থেকে যাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান যাচ্ছিল কুচিয়ার দিকে, টানা বৃষ্টির জেরে রাজ্য সড়কের উপর দিয়ে বইছিল আমলি নদীর জল, সেই সময় গাড়ি টি পারাপার করতে গিয়ে জল