ভাবাদীঘি জটে ফের বাধার মুখে রেলের কাজ,ফিরে গেলেন রেল অধিকারিক ও পুলিশ প্রশাসন।উল্লক্ষ্য,গোঘাটের ভাবাদীঘির আন্দোলনকে ঘিরে প্রায় এক দশক ধরে বন্ধ তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ।মার্চ মাসে হাই কোর্ট নির্দেশ দিলেও আজও শুরু হয়নি কাজ।মঙ্গলবার কাজ শুরু করতে ভাবাদীঘিতে আসেন রেল অধিকারকিরা।খবর পেয়ে সকাল থেকেই আন্দোলন শুরু করেন দীঘি বাঁচাও কমিটির সদস্যরা।অধিকারিকরা এলে তারা দাবি পেশ করেন,ফিরে যান রেল অধিকারিক ও পুলিশ প্রশাসন।