পারিবারিক অশান্তির পর রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল বাড়ির ছেলে ঋত্বিক গড়াই। তবে আজ তাকে ঘিরে শুধু কান্না আর কান্না। বুধবার বৈকালে সেই ছেলের মরদেহ এসে পৌছালো বীরভূমের ময়ূরেশ্বরে তার বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত শুক্রবার সকালে পারিবারিক অশান্তির পর বাড়ি ছেড়েছিল বছর 25 এর ঋত্বিক গড়ায়। বসের সাথে কাজে যাওয়ার নাম করে তার গাড়িটিকে রাখতে দিয়েছিল তারই গ্রামের এক বন্ধুর কাছে। যথারীতি সেই বন্ধু তার গাড়িটিতে রেখে দেয় তার নিজের কাছে।