খুন হওয়া তৃণমূল কর্মীর পরিবারের পাশে সর্বদা রয়েছে দল, কোচবিহারে আর্থিক সাহায্যের চেক তুলে দিয়ে জানালেন তৃণমূলের জেলা সভাপতি। উল্লেখ্য গত ২৮ শে আগস্ট মাথাভাঙ্গা ১নং ব্লকের জোরপাটকি এলাকায় খুন হন তৃণমূল কর্মী সঞ্জয় রায়। এই খুনের ঘটনায় জড়িত পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মৃত সঞ্জয় রায়ের পরিবারের হাতে আর্থিক সহযোগিতার চেক খুলে দেন তৃণমূলের জেলা সভাপতি।