নাগরাকাটার জলঢাকা নদীতে সুখানী বস্তির সর্বমঙ্গলা কালিবাড়ি বাসন্তী পুজোর প্রতিমা বিসর্জ্জন দেওয়া হলো ধুমধাম করে। এদিন প্রথমে সিদুর খেলা হয়। এরপর ঢাকঢোল পিটিয়ে জলঢাকা নদীতে প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয়। সর্বমঙ্গলা কালিবাড়ির পুজো কমিটির পক্ষে তাপস চ্যাটার্জি ও ব্রতিন চ্যাটার্জি বলেন, বৃহস্পতিভার আমরা বির্সজন দিই না।শুক্রবার ছিল প্রথম দফার লোকসভা নির্বাচন। শনিবার ও বিসর্জন দেওয়া হয় না। তাই আজ আমরা বাসন্তী পুজোর প্রতিমা বিসর্জ্জন দিলাম।