আদিবাসী কুড়মী সমাজের পুরুলিয়া দু'নম্বর ব্লক কমিটির উদ্যোগে আজকে ডহরে করম উৎসবের আয়োজন করা হলো পুরুলিয়া মফস্বল থানার পোদনাড়া এলাকায় । এই উৎসব উপলক্ষে ব্লক সদরের বোঙ্গাবাড়ি মোড় থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে ডহরে করম উৎসব প্রাঙ্গনে গিয়ে শেষ হয় । যে পদযাত্রায় সংগঠনের ব্লক সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব পা মিলিয়েছিলেন ।