৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে বীরপাড়া সংলগ্ন গ্যারগান্ডা নদীর সড়কসেতুটি ৩১ মে প্রবল বৃষ্টি এবং হড়পায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ওই সেতুতে সিঙ্গল লাইনে যানবাহন পার করাচ্ছে পুলিশ। এতে প্রতিদিন যানজট হচ্ছে। তবে শুক্রবার যানজট চরমে ওঠে। এদিন সকাল ন'টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিশুবাড়ি থেকে শুরু করে তেলিপাড়া পর্যন্ত ১৩-১৪ কিমি এলাকায় হাজার হাজার যানবাহন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বীরপাড়া চৌপথিতে অনেকগুলি ট্রাক লাইনে দাঁড়ি