আসানসোলে পুলিশের সমন্বয় সমিতির বৈঠকে পুজোর গাইড লাইন বিষয়ে আলোচনা, উপস্থিত পুলিশ কমিশনার ও জেলা শাসক আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেট পুলিশের তরফে আজ দুপুরে আসানসোলের রবীন্দ্র ভবনে সমন্বয় সমিতির বৈঠক করা হলো যেখানে মূলত পুজোর গাইড লাইন বিষয়ে আলোচনা করা হলো সঙ্গে ৯টি পুজো কমিটিকে রাজ্য সরকারের তরফে প্রত্যেকে ১লক্ষ ১০হাজার টাকার চেক দেওয়া হলো,অনুষ্ঠানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক s পোন্নাম বলাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনী