আজ দুপুর সাড়ে বারটায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে পুর্ব জলেফা হেলি পেডে সংলগ্ন জায়গায় ১০০ শয্যা বিশিষ্ট কর্মরত মহিলা হোস্টেল এর ফলক উদ্ধোধন করেন দক্ষিনজেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ ও সাব্রুম নগর পঞ্চায়েত এর চেয়ারম্যান রমা পোদ্দার দে, সমাজ সেবক গৌতম ত্রিপুরা ও বিপুল ভৌমিক। স্বাগত ভাষনে জেলা চাইল্ড সুরক্ষা অফিসার মান্না চৌধুরী,