ভোর বেলা বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ,চাঞ্চল্য বুলচাঁদ এলাকায়।জানা গেছে,মৃত ব্যক্তির নাম তপন কুমার হাঁসদা(31)পেশায় রাজমিস্ত্রি।তার আদি বাড়ি পুরুলিয়া জেলার বিনা গড়িয়ায় হলেও কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে বুলচাঁদ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।এদিন ভোরে সেই বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।পরিবারের দাবি,গতকাল রাতে ব্যক্তির সাথে তার স্ত্রীর ঝগড়া হয়েছিল।সে কারণেই তিনি বাডির মধ্যে গলায় ফাঁস লাগিয়েছেন।পুলিশ ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাই।