পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করা নিয়ে বিশেষ বৈঠক করা হল কেতুগ্রাম-১ ব্লক অফিসে। মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ, ব্লকের বিডিও অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় সহ অনান্যরা। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের কথা ঘোষণা করেছেন। সেজন্য পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করতে তৎপর প্রশাসন। আর সেই লক্ষ্যেই এদিন স্ববিস্তারে আলোচনা করা হয়।