২৬ এর বিধান সভার নির্বাচন কে সামনে রেখে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমারী ফুলেশ্বরী অঞ্চলের ৪/৮৩,৪/৮৪,৪/৮৯ নং বুথের নেতৃত্ব দের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হলো কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে। এদিন বুথের নেতৃত্বদের নিয়ে আলোচনা করেন জেলা সভাপতি। মূলত কি করে নিজের নিজের এলাকার বুথ কে শক্তিশালী করা যায় সেই বিষয়গুলো নিয়ে এদিন আলোচনা করা হয়।