পূর্ব মেদিনীপুর জেলায় ভূপতিনগর থানায় একতারপুর গ্রামের বিজেপি নেত্রী দীপিকা মাইতি তার অভিযোগ প্রতিবেশী তৃণমূল নেতার চন্দন মাইতির সঙ্গে পারিবারিক পুরনো বিবাদের জেরে আক্রান্ত হন তিনি অভিযোগকারী বলেন আমার বাড়িতে এসে চড়ায়ে অতর্কিতভাবে মারতে থাকে এবং আমার পরনে সমস্ত কাপড় ছেড়ে দেয় আমাকে বিবর্তন করে মারতে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে আক্রান্ত মহিলা থানায় অভিযোগ দায়ের করেন |পারিবারিক গোলমালে তৃণমূল নেতা জড়িয়ে যাওয়ায় সুর চরিয়েছে বিজেপি নেতৃত্বরা |